Your Ads Here 100x100 |
---|
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে বিদ্যালয় দুটির হলরুমে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদের সভাপতি ফারহানা জাহান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন এবং বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।
বক্তব্য দেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটির গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।