Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় কোস্ট গার্ডের দক্ষিণ জোনের বিশেষ অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দৌলতখান উপজেলার চরবৈরাগী ও আশপাশের চর এলাকায় দীর্ঘদিন ধরে একটি ডাকাত দল জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ভোলা সদর থানাধীন তুলাতুলি ঘাট এলাকায় স্থানীয়দের সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।
পরদিন শনিবার (২৬ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় দ্বিতীয় দফা অভিযানে ৬টি রামদা, ১টি ছুরি, ২টি মেটাল স্টিকসহ আরও ৫ জন ডাকাতকে আটক করা হয়।
আটকরা হলেন: সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮), আব্দুল হক (৫৬)।
তারা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান চলবে।