Your Ads Here 100x100 |
---|
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।রবিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার সান্তাহার রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জয় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের বাসিন্দা এবং স্থানীয় স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাকের ছেলে। ছুটিতে বাড়িতে এসে তিনি ব্যক্তিগত কাজে নওগাঁ যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট পার হচ্ছিলেন মোটরসাইকেল নিয়ে। এ সময় অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে মেধাবী এই যুবকের অকাল মৃত্যুতে।