33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

ভারতের হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ৬

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে একটি জনপ্রিয় হিন্দু মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ পুণ্যার্থী। গতকাল রোববার হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, মন্দির চত্বরে একটি বৈদ্যুতিক তার পড়ে গেলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পালাতে গিয়ে হুড়াহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে প্রাণহানি ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ঋতেশ সাহা বলেন, তার পড়ার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। সবাই একসঙ্গে পালাতে চাইলে হুড়াহুড়ির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল মন্দিরে। আচমকা হুড়াহুড়ি শুরু হয় মন্দিরমুখী সিঁড়ির কাছে। এ সময় অনেকেই পড়ে যান। তাদের ওপর দিয়ে চলে যান বাকিরা। মুহূর্তে চিৎকার, হাহাকারে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেছে প্রশাসন

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...