31.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

সীমান্তে নজরদারি বাড়াতে বডি ক্যামেরা পাচ্ছে বিএসএফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) পাঁচ হাজারের বেশি বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। ক্যামেরাগুলো বিএসএফ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দৃশ্য এবং অপরাধীরা হামলা করলে তার প্রমাণ রেকর্ডের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিরাপত্তা প্রতিষ্ঠানের সরকারি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু নির্বাচিত সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক যন্ত্রও বসানো হচ্ছে। এই যন্ত্রগুলোতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান নেওয়া যাবে। এসব তথ্য পরে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে দেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফ্রন্টে বিএসএফের সক্ষমতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে দুটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক পর্যালোচনার পর সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ সদরদপ্তরের এই দুটি প্রস্তাব অনুমোদন করেছে।

সূত্র জানায়, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পাহারায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের কাছে দুটি ব্যাচে প্রায় পাঁচ হাজার বডি-ওর্ন ক্যামেরা পাঠানো হচ্ছে। এগুলো নাইট-ভিশন সক্ষম এবং প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার ফুটেজ ধারণ করতে পারে। উভয় দেশের অপরাধীরা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণ করলে রেকর্ডগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি...