32.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

গৌরনদী বিএনপির সদস্য সচিবসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বরিশালের গৌরনদীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দলটির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আহত ছাত্রদল নেতা মো. রমজানের ভাই আবুল হোসেন রোববার রাতে অভিযোগটি দায়ের করেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর অনুসারী।

জানা গেছে, শরীফ হান্নান ছাড়াও নামধারী অন্য অভিযুক্তরা হলেন, জসিম শরীফ, জামান শরীফ, জুয়েল শরীফ ও হুমায়ুন পাইক। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১২ জনকে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট পালনের লক্ষ্যে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা হয়। তখন সিনিয়র নেতাদের সঙ্গে সৃষ্ট বিরোধের জেরে প্রধান আসামি শরীফ হান্নানের নির্দেশে অন্য আসামিরা হামলা করে। এতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজান এবং ছাত্রদল নেতা জসিম দর্জি আহত হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন হামলাকারীরা নিয়ে যায়। রজমান গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অডিটোরিয়ামে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু ও সদস্য সচিব শরীফ হান্নানের সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মিন্টুর দাবি, সভায় তাকে আমন্ত্রণ করা হয়নি। তারপরও তিনি গেলে হান্নানের অনুসারীরা কটূক্তি করে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, কেন্দ্রীয় চার নেতার নেতৃত্বে গৌরনদী উপজেলা বিএনপি চারখণ্ডে বিভক্ত। মিন্টু ও হান্নান দু’জনেই কেন্দ্রীয় উপদেষ্টা জহির স্বপনের অনুসারী। উপজেলা আসন্ন কমিটিতে পদ পাওয়া নিজ গ্রুপের মধ্যে মিন্টু ও হান্নানের লড়াই চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কেন নিজের বাসাতেই ‘প্রেমের কবি জীবনানন্দ দাশ’ থাকতেন নেহাত বহিরাগতের মতো?

খবরের দেশ ডেস্ক : কেমন ছিল জীবনানন্দ দাশ ও তাঁর স্ত্রী লাবণ্যর সম্পর্ক? যখন জীবনানন্দ দাশের বেশিরভাগ গল্প-উপন্যাসের ভরকেন্দ্র দাম্পত্য,...