32 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

তাহসান গাইবেন নিশোর সিনেমায়

জনপ্রিয়
ডিসেম্বরের শেষ সপ্তাহে নীলফামারীতে শুরু হয় আফরান নিশোর নতুন  সিনেমা ‘দাগী’র শুটিং। সৈয়দপুর, রাজশাহী, মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে শেষ হয়েছে নব্বই ভাগের শুটিং। বাকি অংশের শুটিং ঢাকায় হবার কথা রয়েছে।

- Advertisement -
Your Ads Here
100x100

এর মধ্যে জানা গেল, সিনেমাটিতে থাকছেন আরেক তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের একটি গান এমনটি জানিয়েছেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।

 

খুব শিগগির গানটির জন্য ভয়েস দেবেন তাহসান। গানের কথা, সুর ও সংগীতায়োজন কে করবেন তা এখনই জানাতে চান না নির্মাতা।

তবে সিনেমাটির আবহ সংগীত সাজিদ সরকার করছেন বলে জানা গেছে। 

নির্মাতার ভাষ্য, যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এ রকম গল্প আগে দেখেনি দর্শক।

এর আগে তাহসান ও আফরান নিশোকে একসঙ্গে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েবে, ২০১৯ সালে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্বও।

এরপর এই তিন ত্রয়ী কিংবা নিশো-তাহসানকে একসঙ্গে আর পাওয়া যায়নি। 

অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে ‘দাগী’ দিয়ে আসন্ন ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো। এতে তার বিপরীতে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া রয়েছেন মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মৌসুমের প্রথম তাপপ্রবাহ: ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি

রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি জেলার উপর দিয়ে হালকা তাপপ্রবাহ বয়ে চলেছে। এটি মৌসুমের প্রথম তাপপ্রবাহ হওয়ায় দেশের অন্যান্য...