26.5 C
Dhaka
সোমবার, জুলাই ২৮, ২০২৫

ডিজিটাল যুগে সব কিছুতেই স্পর্শের আনন্দ হারিয়ে গেছে: বাপ্পা মজুমদার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বাপ্পা মজুমদার। নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি অনলাইনে এবং ফিজিক্যাল সিডি আকারে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন। আনকোরা এবং বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে সাজানো এই অ্যালবাম আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয় তার সঙ্গে

একই সঙ্গে আনকোরা ও পুরোনো গানের সমন্বয়ে ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবাম তৈরির ভাবনা কীভাবে এলো? 

কিছু ভাবনা হঠাৎ করেই মাথায় আসে। তিন দশকের বেশি সময়ে ধরে সৃষ্টি নেশায় মেতে আছি। এই দীর্ঘ পথ পেরিয়ে আসা নিয়ে মাঝেমধ্যে স্মৃতি রোমন্থনে ডুব দিই। এভাবেই একদিন নতুন করে আবিষ্কার করলাম, সংগীত একেকটি সময়ে একেকভাবে ছাপ রেখে গেছে। তখনই মাথায় প্রশ্ন ভিন্ন সময়ের আয়োজনগুলো এক মোড়কে বন্দি করলে কেমন হয়? এই প্রশ্ন থেকেই ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবামের পরিকল্পনা। যেখানে ‘এই সময়’ ও ‘সেই সময়’ দুটি ভাগে নতুন ও পুরোনো জনপ্রিয় গানগুলো রাখা হয়েছে। পুরোনো ছয়টি গানেরই নতুন করে সংগীতায়োজন করা হয়েছে। সব গানেরই সুর ও সংগীতায়োজন নিজের করা। পাশাপাশি একটি গানও নিজের লেখা। বাকি গানগুলো লিখেছেন মাস মাসুম, রাসেল ও’নীল, সানবীম, রানা, শাহান কবন্ধ, মেহেদি মহসীন, সোহেল আরমানসহ অনেকে।

একক গান, অ্যালবাম সবই যখন ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে ফিজিক্যাল অ্যালবাম তৈরির ইচ্ছা হলো…

একের পর এক গান তৈরি করে যাচ্ছি, সেগুলো প্রকাশ পাচ্ছে, শ্রোতা শুনছেন, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন– সবই ঠিক আছে। তারপরও অনেক কিছুর মধ্যে যেন কিছু একটা নেই। কী নেই? তার উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি, সেই না থাকাটা হলো স্পর্শের আনন্দ। সত্যি এটাই, এই ডিজিটাল যুগে স্পর্শের আনন্দটা হারিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে সবকিছুই স্পর্শের বাইরে চলে গেছে। ডিজিটাল জগতে স্পর্শের কোনো স্থান নেই, নেই কোনো বস্তুগত উপস্থিতি। স্পর্শ এখানে অর্থহীন। কিন্তু ভুলে গেলে হবে না, স্পর্শ আমাদের মনস্তাত্ত্বিক জগতে এক অবিচ্ছেদ্য অনুভূতি! হয়তো এ কারণেই অনেকে বলেন, ‘অ্যালবামের গান তো অনলাইনেই শোনা যায়, কিন্তু সেখানে স্পর্শের আনন্দটা থাকে না।’ আসলে যারা ক্যাসেট বা সিডি যুগের শ্রোতা, তাদের অনেকের ফিজিক্যাল অ্যালবামের আকর্ষণ রয়েই গেছে। সেসব ভক্ত-শ্রোতার জন্য আলাদা করে কিছু প্রকাশনা রাখতে চেয়েছি। এজন্যই ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবামটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি সিডি আকারে প্রকাশ করা।

দলছুটের ‘সঞ্জীব’ অ্যালবামেরও সুভ্যেনিয়র প্রকাশের কথা বলেছিলেন। অ্যালবাম কালেক্টরদের জন্য এই অ্যালবামের সিডি বা অন্যকিছু প্রকাশের পরিকল্পনা আছে? 

‘সঞ্জীব’-এর গানগুলো প্রকাশের আগেই বলেছিলাম, দলছুটের স্টুডিও অ্যালবামের প্রকাশনা নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। গানের বইসহ সিডি, পোস্টার, টি-শার্ট– এমন আরও বেশ কিছু সুভ্যেনিয়র প্রকাশনা নিয়েও ভাবছি। যে কোনো সময় সেগুলো শ্রোতাদের কাছে তুলে ধরতে পারব।

আপনার মিউজিক প্রজেক্ট ‘বিউটিফুল ভয়েজেস’র দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন?  

‘বিউটিফুল ভয়েজেস’র প্রথম সিজনের সব গানের কাজই তো শেষ, এখন নতুন সিজন নিয়ে ভাবা যেতে পারে। ইচ্ছা আছে দ্বিতীয় সিজনেও প্রিয় কণ্ঠগুলো নিয়ে গান তৈরি করার।

এ মুহূর্তে নতুন আর কোনো আয়োজন নিয়ে ভাবছেন?

সুর-সংগীতের কাটাছেঁড়া তো প্রতিদিনই চলে, এখনও চলছে। যেগুলো ঠিকঠাকভাবে শেষ করার পর সিদ্ধান্ত নেব নিজে গাইব, নাকি অন্য কাউকে দিয়ে গাওয়াব। তবে হ্যাঁ, কিছু কাজ আগে থেকেই ঠিক করা থাকে, যেমন সিনেমার নিজের বা অন্য কোনো শিল্পীর প্লেব্যাকের কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজ্ঞাপনের জিঙ্গেল এইসব। এমন কিছু কাজও হাতে আছে। পাশাপাশি মিউজিক্যাল মাইন্ডস পেইজে মিউজিক নিয়ে নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার করছি। যার মধ্যে টেকনিক্যাল বিষয়, গানের কম্পোজিশনসহ খুঁটিনাটি আছে নানা বিষয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভারী বর্ষণে চট্টগ্রামে সড়কে পানি, দুর্ভোগ কর্মস্থলগামী লোকজনের

খবরের দেশ ডেস্কঃ ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমেছে। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হয়, এরপর থেমে...