26.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

প্রেম হার মানাল প্রতিবন্ধকতা: রাজশাহীতে দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজশাহী প্রতিনিধিঃ

দুই বছরের প্রেমের সফল পরিণতি—রাজশাহীতে জাঁকজমকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই শারীরিক প্রতিবন্ধী মোসাঃ চামেলী খাতুন ও মোঃ আব্দুর রহমান।

রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় স্থানীয়দের উদ্যোগে ও নিজ খরচে বিয়ের আয়োজন করেন অটোরিকশা গ্যারেজ মালিক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।

গাঁয়ে হলুদের পর ইসলামি শরিয়ত মোতাবেক ‘কালেমা রেজিস্ট্রি’ করে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে ৮০ হাজার টাকা দেনমোহর নির্ধারিত হয়, যার মধ্যে ২ হাজার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন বর মোঃ আব্দুর রহমান।

মোসাঃ চামেলী খাতুন রাজশাহীর পবা উপজেলার মাধইপাড়া গ্রামের মোঃ কমিম উদ্দিনের মেয়ে। অন্যদিকে, মোঃ আব্দুর রহমান নিজেকে এতিম বলে দাবি করলেও তার পিতামাতার পরিচয় এখনো নিশ্চিত নয়।

জানা যায়, দুই বছর আগে ফেসবুকে পরিচয় হয় এই যুগলের। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হলে, মাত্র দুই মাস আগে আব্দুর রহমান প্রেমিকার খোঁজে চট্টগ্রাম থেকে রাজশাহীতে চলে আসেন। চামেলীর বাড়ির আশপাশে অবস্থান করতে থাকলে তার পরিচয় হয় গ্যারেজ মালিক শফিকুল ইসলামের সাথে। আব্দুর রহমানের প্রেম কাহিনি শুনে গ্যারেজে কাজের ব্যবস্থা করে দেন তিনি।

এরপর তাদের ভালোবাসা এলাকায় ছড়িয়ে পড়ে, এবং স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় এই ব্যতিক্রমী ও মানবিক বিবাহ অনুষ্ঠান।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...