25.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

গাজায় চলছে দুর্ভিক্ষ, সতর্ক করল বৈশ্বিক খাদ্য পর্যবেক্ষণ সংস্থা আইপিসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন চলমান দুর্ভিক্ষ চলছে বলে সতর্ক করেছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।

মঙ্গলবার সংস্থাটি জানায়, গাজায় ব্যাপক ক্ষুধা, অপুষ্টি এবং ক্ষুধাজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে গাজাকে ‘দুর্ভিক্ষপীড়িত’ এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়নি, তবে সংস্থাটি বলেছে, বিশ্লেষণের মাধ্যমে দ্রুত সেই প্রক্রিয়া শুরু হবে।

আইপিসি বিশ্বের ২১টি আন্তর্জাতিক সংস্থার একটি সম্মিলিত উদ্যোগ, যারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিশ্বজুড়ে ক্ষুধার মাত্রা বিশ্লেষণ করে থাকে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ২১ লাখ মানুষের গাজা উপত্যকায় খাদ্য সংকট এখন দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। গাজা নগরীতে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার ভয়াবহ আকার ধারণ করেছে।

দুর্ভিক্ষ ঘোষণার জন্য যেসব শর্ত প্রয়োজন— অন্তত ২০% জনগণের চরম খাদ্য সংকট, প্রতি ৩ জন শিশুর মধ্যে ১ জনের তীব্র অপুষ্টি এবং প্রতি ১০ হাজারে ২ জনের মৃত্যু হার—গাজায় তা বিদ্যমান বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেই ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান ডেভিড মিলিব্যান্ড সতর্ক করে বলেন, “দুর্ভিক্ষের ঘোষণা প্রায়ই বাস্তবতার পেছনে পড়ে থাকে। ২০১১ সালে সোমালিয়ায় যখন ঘোষণা আসে, ততক্ষণে ২ লাখ ৫০ হাজার মানুষ মারা গিয়েছিল।”

আইপিসি বলেছে, সংঘাত বন্ধ ও বাধাহীনভাবে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো ছাড়া গাজায় মৃত্যুর হার ও বিপর্যয় রোধ সম্ভব নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...