26.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

অস্ট্রেলিয়ায় দুই শহরে তিন ম্যাচ, বাংলাদেশের ম্যাচসূচি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

আগামী বছরের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ ফুটবল। অংশ নিচ্ছে ১২টি দেশ। তিনটি গ্রুপে ভাগ হওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশও, যারা ‘বি’ গ্রুপে পড়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে।

আজ (মঙ্গলবার) টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলেও ফরম্যাট ও ম্যাচ সূচি আগেই নির্ধারিত ছিল। ড্র অনুযায়ী, বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নিজেদের তিনটি ম্যাচ খেলবে সিডনি ও পার্থ শহরে।

বাংলাদেশের ম্যাচসূচি:

  • ৩ মার্চ বনাম চীন, ভেন্যু: সিডনি

  • ৬ মার্চ বনাম উত্তর কোরিয়া, ভেন্যু: সিডনি

  • ৯ মার্চ বনাম উজবেকিস্তান, ভেন্যু: পার্থ

‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি অনুষ্ঠিত হবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার একমাত্র ম্যাচটি হবে পার্থে।

গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা তৃতীয় স্থান পাওয়া দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় উজবেকিস্তানের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশের কোয়ার্টারে ওঠার আশায়।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে ২০২৭ নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার সুযোগ।

তবে এখনো ম্যাচগুলোর নির্দিষ্ট সময় ঘোষণা করেনি আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও এএফসি।

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...