Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
এক সময়ের জনপ্রিয় অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। দীর্ঘ ৯ বছর পর তাদের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
দর্শকদের কাছে দেব-শুভশ্রীর রসায়ন ছিল বিশেষ আকর্ষণ। তবে ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদের পর তাদের একসঙ্গে আর পর্দায় দেখা যায়নি। ‘ধূমকেতু’ ছবির কাজ শুরু হলেও নানা কারণে তা দীর্ঘদিন আটকে ছিল। এবার সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন,
“এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি পারব শুভশ্রীকে সরাতে। অনস্ক্রিন জুটি হিসেবে আমাদের জায়গা আলাদা।”
তার এই বক্তব্যে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নস্টালজিয়া ও আবেগের নতুন ঢেউ।
দেব আরও বলেন,
“একটা প্রজন্ম আমাদের সঙ্গে বড় হয়েছে। লন্ডনে শুটিং করতে গিয়েও দেখেছি—বাঙালিরা ‘ধূমকেতু’ দেখার আগ্রহ প্রকাশ করেছে। তারা মেদিনীপুর, ঢাকা বা কলকাতা থেকে এসে আমাদের সিনেমা দেখতেন।”
দর্শকদের এখন একটাই প্রশ্ন—পুরনো রসায়নের সেই ম্যাজিক কি ‘ধূমকেতু’ ফিরিয়ে আনতে পারবে? সিনেমাপ্রেমীদের উত্তেজনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে এখন এই জুটি।