Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুটি গ্রামে গিয়ে নিহত শিক্ষার্থীদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
প্রথমে ডিএমখালি মাঝিকান্দি গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ছামীম এবং পরে নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র আয়মানের কবরে শ্রদ্ধা জানায় বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল।
জানা গেছে, গত ২১ জুলাই দিবাগত রাতে, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণকালীন একটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই শিক্ষার্থী। ছামীমের মৃত্যু হয় সেদিন রাতেই, আর আয়মান মারা যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।
শ্রদ্ধা জ্ঞাপনের সময় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আল-আমিন। তিনি বলেন,
“বাহিনীর কেউ মারা গেলে যেমন পাশে থাকি, ঠিক তেমনভাবেই এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশেও আমরা সবসময় থাকব। প্রত্যেক নিহতকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে।”
বিমানবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগে নিহতদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।