26.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

খাদ্য, পুষ্টি ও কৃষকের অধিকার—রূপান্তরের পথে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সম্মেলনের একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “বাংলাদেশের লক্ষ্য হলো এমন একটি ন্যায়সঙ্গত, স্থিতিস্থাপক ও পুষ্টি-সংবেদনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, যা অন্তর্ভুক্তিমূলক এবং বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।”

মঙ্গলবার (২৯ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আয়োজিত জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

আলী ইমাম বলেন, “বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং একটি সমন্বিত পুষ্টিনীতির কাঠামো বাস্তবায়ন করছে। তবে কৃষকের লাভ কম, খাদ্যের অপচয়, পরিবেশগত হুমকি—যেমন লবণাক্ততা, খরা ও বন্যা—এই চ্যালেঞ্জগুলো এখনও মোকাবিলা করতে হচ্ছে।”

তিনি বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মাত্র পাঁচ বছর বাকি। তাই খাদ্য ব্যবস্থার রূপান্তরের প্রয়োজন এখন আগের চেয়ে বেশি।

বাংলাদেশ দক্ষিণ এশীয় ও অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে জ্ঞান, সরঞ্জাম ও চর্চা বিনিময়ে আগ্রহী বলেও জানান উপদেষ্টা।

তার বক্তব্যে আরও উঠে আসে—“খাদ্য ব্যবস্থা রূপান্তর কেবল কৃষি উৎপাদন নয়, এটি পুষ্টি, পরিবেশ রক্ষা ও উৎপাদনকারীদের ক্ষমতায়নের সঙ্গে জড়িত।”

সম্মেলনের শেষে তিনি বিশ্ববাসীকে আহ্বান জানান, “দৃষ্টান্ত থেকে কাজে, নীতি থেকে বিনিয়োগে, প্রতিশ্রুতি থেকে বাস্তবতায়—এই যাত্রায় বাংলাদেশের পাশে দাঁড়ান।”

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...