26.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

মরক্কোয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুইজনই ছিলেন সেনাবাহিনীর নবীন কর্মকর্তা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) মরক্কোর ফেজ-সাইস বিমানবন্দরে। এক বিবৃতিতে মরক্কোর রয়েল আর্মড ফোর্স জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল একটি আলফা জেট ট্রেইনার। এটি নবীন পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে থাকে।

বিমানটি রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড়ানো হচ্ছিল। উড্ডয়নের সময় কোনো ত্রুটি না দেখা গেলেও অবতরণের সময় রানওয়ের আগে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। এতে পাইলট ও সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হন।

তবে দুর্ঘটনায় অন্য কেউ আহত বা নিহত হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে মরক্কোর সেনাবাহিনী। তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। সেই ঘটনায় আগুন ও বিস্ফোরণে মারা যান ৩৪ জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন।

মরক্কোর দুর্ঘটনাটিও অনুরূপভাবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে ঘটেছে। এটি বিমান বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বলে মত বিশ্লেষকদের।

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...