30.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ ও রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে “জুলাই পুণর্জাগরণ‑২০২৫” কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে। এই আয়োজন সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়

ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা যেমন—ব্লাড প্রেশার, সুগার চেকসহ প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং ঔষধ বিতরণ করা হয়। রক্তদানে স্বেচ্ছাসেবীরা অংশ নেন এবং সংগ্রহীত রক্ত জরুরী প্রয়োজনে সংরক্ষণ করা হবে

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান, অনুরূপভাবে ডা: তাজুল ইসলাম, ডা: শারমীন সুলতানা ও দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম সহ অন্য অনেকে

UNO সাবরিনা শারমিন বলেন,
“এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ মানুষকে স্বাস্থ্য সচেতন করে, আর রক্তদান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তাঁরা জানিয়েছেন, প্রশাসন সবসময় এইভাবে জনসেবায় যুক্ত থাকবে ।

বিডি ক্লিন দুর্গাপুর শাখার স্বেচ্ছাসেবীগণও মেডিকেল শিবিরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অংশ নিয়ে সেবা প্রদান করেন

উক্ত আয়োজনে প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। উপজেলা প্রশাসন ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

খবরের দেশ ডেস্কঃ টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে...