Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকার সাধারণ মানুষের পাশে দাঁড়াল ফ্রান্স। মঙ্গলবার ফরাসি কূটনৈতিক সূত্র জানায়, গাজাবাসীর জন্য আকাশপথে খাদ্য ও জরুরি ওষুধ সরবরাহ শুরু করবে তারা।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, গাজা এখন দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ স্তরে রয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, উপত্যকায় ব্যাপক খাদ্যসংকট, অপুষ্টি এবং ক্ষুধাজনিত মৃত্যুর ঘটনা বাড়ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের ২২ মাসে মানবিক সংকট চরমে পৌঁছেছে। ফরাসি সূত্র বলছে, গাজার বেসামরিক মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই আকাশপথে ত্রাণ কার্যক্রম। তবে তারা সতর্ক করেছে, এটি যেন স্থলপথে নিয়মিত ও বৃহৎ পরিসরে ত্রাণ সরবরাহের বিকল্প না হয়।
ফ্রান্সের মতে, গাজায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছাতে হলে ইসরায়েলকে অবিলম্বে সব সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে। একইসঙ্গে ফ্রান্স স্থলপথে ত্রাণ পাঠানোর ব্যবস্থাও চালিয়ে যাচ্ছে।
মানবিক সংস্থাগুলোর তথ্যমতে, গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক চাপের মুখে সম্প্রতি ইসরায়েল কিছু সংখ্যক ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে।
এদিকে, জার্মানি জানিয়েছে, জর্ডানের সঙ্গে মিলে তারাও আকাশপথে ত্রাণ সরবরাহ করবে। এই উদ্যোগে যুক্তরাজ্য এবং ফ্রান্সের সঙ্গেও ঘনিষ্ঠ সমন্বয় থাকবে বলে জানিয়েছে বার্লিন।