30.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরের অফিস সহকারী হত্যা মামলায় প্রধান আসামির দুই দিনের রিমান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অফিস সহকারী উসমান সিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গা লিংক রোড থেকে উসমান সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী ছিলেন। নিহত উসমান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেঘল ইউনিয়নের রুহুল্লাহ গ্রামের বাসিন্দা।

ঘটনার দিনই বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল ও কর্মী মো. আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গ্রেপ্তার হন বাদল মজুমদার। ভুক্তভোগীর ভাই এমরান সিকদারের দায়ের করা মামলায় এদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইব্রাহিম খলিল। জবানবন্দিতে তিনি জানান, টাকা পাচার সংক্রান্ত বিরোধে কথাকাটাকাটির একপর্যায়ে মারধর করেন তারা। এতে গুরুতর আহত হয়ে মারা যান উসমান।

ঘটনার গভীরে পৌঁছাতে মো. রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে...