Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন আশার আলো হয়ে এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডার কেবল মাঠে নয়, মাঠের বাইরেও হয়ে উঠেছেন ভক্তদের নয়নের মণি। সম্প্রতি লেস্টার ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন এই প্রবাসী ফুটবলার।
হামজা বলেন, “সাকিব একজন আইকন। তামিম ইকবালের সঙ্গে তিনি বহু বছর ধরে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগাস্টার।” তবে নিজের সঙ্গে তাদের তুলনা টানতে নারাজ ২৭ বছর বয়সী এই তারকা।
সাক্ষাৎকারে উঠে এসেছে তার বাংলাদেশ সফরের কথাও। শৈশবের গ্রামের কথা স্মরণ করে হামজা বলেন, “যখন আমরা বাংলাদেশে গেলাম, আমি আমার গ্রামে ফিরে যাই। সেখানকার আতিথেয়তা ভাষায় প্রকাশ করা যায় না। সতীর্থরাও বারবার সেটা স্মরণ করে। এই ভালোবাসা কখনোই স্বাভাবিক মনে হবে না।”
তিনি আরও বলেন, “যুক্তরাজ্যে ফুটবলারদের নিয়ে অনেক আগ্রহ থাকলেও, বাংলাদেশে পাওয়া ভালোবাসার কোনো তুলনা হয় না। অনেকে এটাকে বাড়াবাড়ি ভাবতে পারে, কিন্তু এটা আমার হৃদয়ের বড় একটা জায়গা দখল করে নিয়েছে।”
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচ খেলেছেন হামজা। ভারতের বিপক্ষে তার দুর্দান্ত গোলেই ড্র করে বাংলাদেশ। বর্তমানে তিনি ইংল্যান্ডে ফিরে লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর প্রস্তুতিতে আছেন।