Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি পৌঁছায় বিপৎসীমায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সন্ধ্যা ৬টার সময় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৫ মিটার—যা বিপৎসীমার সমান। পানি বাড়তে থাকায় ডালিয়া ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় পানি বাড়াকে ঘিরে দেখা দিয়েছে আতঙ্ক। নদীর পাশের কিছু নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকে পড়ার খবরও মিলেছে স্থানীয় সূত্রে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, “বিকেল ৩টায় পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যায় গিয়ে তা বিপৎসীমায় পৌঁছে যায়। তবে এরপর পানি বাড়ার সম্ভাবনা নেই।”
নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী বলেন, “তিস্তার পানি এখন বিপৎসীমায় থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই।”
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত পানি সমতল বাড়তে পারে এবং তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।