Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড সুপারস্টার আমির খানের আলোচিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ এবার ইউটিউবে মুক্তি পাচ্ছে। জনপ্রিয় এই সিনেমাটি ১ আগস্ট থেকে দর্শকরা মাত্র ১০০ টাকায় ইউটিউবের সিনেমা অন ডিমান্ড সেবার মাধ্যমে উপভোগ করতে পারবেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া জাগানো এই ছবির জন্য অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি টাকার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আমির খান। তার মূল উদ্দেশ্য ছিল—সাশ্রয়ী দামে সারা বিশ্বের মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া।
ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। শুধুমাত্র ইউটিউবে মুক্তি পাওয়া এই ছবি অন্য কোনও ওটিটি প্ল্যাটফর্মে আসবে না বলে নিশ্চিত করেছে আমির খান প্রোডাকশন।
বাংলাদেশের দর্শকরাও মাত্র ১০০ টাকায় ছবিটি দেখতে পারবেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ৩৮টি দেশে স্থানীয় মুদ্রায় ইউটিউবেই ছবিটি পাওয়া যাবে।
এ বিষয়ে আমির খান বলেন, “গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি এমন একটি পথ খুঁজে বের করতে, যাতে সিনেমা সেইসব দর্শকের কাছেও পৌঁছে যায়, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না। ইউটিউব এখন প্রায় সবার হাতের নাগালে, ফলে স্বপ্ন পূরণের সময় এসেছে।”
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন, সিনেমা যেন সবার কাছে পৌঁছায়, তা-ও সাশ্রয়ী মূল্যে। যদি এই মডেল সফল হয়, তবে নির্মাতারা সীমানা বা ভাষার বাধা ছাড়াই গল্প বলতে পারবেন।”