31.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

গাজায় কেউ না খেয়ে নেই: নেতানিয়াহুর দাবি, ভিন্নমত ট্রাম্পের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় কেউ অনাহারে নেই এবং তাদের এমন কোনো নীতিও নেই যাতে সেখানে মানুষকে না খেয়ে থাকতে হয়। তিনি বলেন, “যুদ্ধকালীন সময়েও আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি। তা না হলে সেখানে এখন কেউ বেঁচে থাকত না।”

তবে নেতানিয়াহুর এই বক্তব্যের সঙ্গে একমত নন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “গাজার ক্ষুধার্ত শিশুদের ছবি দেখলে বোঝা যায়, বাস্তবতা ভিন্ন। তারা খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে।”

আন্তর্জাতিক চাপের মুখে, চলতি সপ্তাহে ইসরাইল গাজায় মানবিক বিরতি ঘোষণা করেছে। ত্রাণ সরবরাহে আকাশপথে প্যারাসুট ড্রপ, জলপথে সহায়তা প্রেরণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তবে বাস্তবে তেমন কোনো পরিবর্তন ঘটেনি বলে জানাচ্ছেন গাজার স্থানীয় বাসিন্দারা।

ইসরাইলের দাবি, হামাসের কারণে ত্রাণ সুবিধাভোগীদের কাছে পৌঁছাতে পারছে না। তারা অভিযোগ করেছে, হামাস সদস্যরা ত্রাণ লুট করে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, যা তাদের শাসন টিকিয়ে রাখার কাজে ব্যবহার করা হচ্ছে।

তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, ইসরাইলের এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘও একই মত দিয়েছে। তাদের মতে, যদি গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে লুটপাট কমে যাবে কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন শঙ্কা: যুক্তরাষ্ট্রের নীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস

খবরের দেশ ডেস্কঃ মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভূরাজনৈতিক স্বার্থে মিয়ানমারের বিরল খনিজ (রেয়ার আর্থ মিনারেল) ঘিরে...