31.1 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

টিকটকের মাধ্যমে প্রেম, আর সেই প্রেমের টানে চীনা যুবক সিতিয়ান জিং এসেছেন বাংলাদেশে। মাদারীপুরের খেয়াঘাটের মাঝির মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করে এখন তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার বাসিন্দা সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি পেশায় মাঝি। বড় মেয়ে সুমাইয়া শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

চীনের সাংহাই শহরের বাসিন্দা সিতিয়ান জিংয়ের সঙ্গে প্রথম পরিচয় হয় টিকটকে। পরে ইউটার্চ নামক একটি অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ চলতে থাকে। ভাষার ভিন্নতা থাকলেও সফটওয়্যারের সাহায্যে দুজনেই মনের কথা আদান-প্রদান করেন। চার মাসের সম্পর্কের পর গত ২৪ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন জিং। ২৬ জুলাই সুমাইয়ার বাড়িতে এসে ২৭ জুলাই বিয়ে করেন তাকে।

সিতিয়ান জিং বলেন, “আমি ভালোবেসে বাংলাদেশে এসেছি। এখানকার মানুষ অনেক ভালো, কিন্তু গরম একটু বেশি। সুমাইয়ার সঙ্গে সুখেই আছি। সব কাগজপত্র ঠিক করে ওকে চীনে নিয়ে যাব।”

সুমাইয়ার পরিবার ও স্থানীয়দের মতে, এই আন্তঃদেশীয় প্রেম ও বিয়ে এলাকায় সাড়া ফেলেছে। প্রতিদিনই অনেক মানুষ ভিড় করছে চীনা এই বরকে দেখতে।

স্থানীয় ইউপি সদস্য রুবেল হাওলাদার জানান, প্রথমে কোর্টে বিয়ে, পরে সামাজিকভাবে গণ্যমান্যদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়েছে। এলাকাবাসী বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ অনুষ্ঠিত হয় । জুলাই পূর্ণজাগরন অনুষ্ঠান মালা-২০২৫ উপলক্ষে রাজশাহী দুর্গাপুরে...