28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

রাশিয়ায় ভূমিকম্প–সরিয়ে নেওয়া হলো জাপানের ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশাপাশি জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় দেশটির ফুকুশিমার দাই-ইচি ও দাইনি পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ফুকুশিমার দাই-ইচি এবং দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নিয়ে উঁচু জায়গায় স্থানান্তর করা হয়েছে।

টেপকো জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তবে তারা সুনামি সতর্কতা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

এর আগে সপ্তাহের শুরুতে টেপকো জানিয়েছিল, ফুকুশিমা দাই-ইচি প্লান্ট থেকে পারমাণবিক জ্বালানির ধ্বংসাবশেষ অপসারণের পূর্ণাঙ্গ কাজ ১২ থেকে ১৫ বছর পিছিয়ে যেতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে বিকিরণ মাত্রা যথেষ্ট হ্রাস পেতে পারে।

২০১১ সালে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমার দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এর আগে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। তারা আবারও সংশোধন করে ৮ দশমিক ৮ করে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।

রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থাও সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, জাপানের পূর্ব উপকূলে এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...