Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
এর আগে মামলাটিতে খায়রুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে সাবেক এই প্রধান বিচারপতিকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে উপস্থিত হন বিপুল সংখ্যক উৎসুক জনতা। অনেকে তাকে এক নজর দেখতে ভিড় করেন আদালত প্রাঙ্গণে।
গত ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ঘটনা ঘটল।
উল্লেখ্য, এবিএম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল।