28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

বর্তমান দুনিয়ার বিস্ময় ‘টেরান্স টাওয়ের’ আইকিউ স্কোর (IQ Score) ২৩০ !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বর্তমান দুনিয়ার সবচেয়ে স্মার্ট মানুষটির নাম টেরান্স টাও।
তার আইকিউ স্কোর (IQ Score) ২৩০!
তাকে বলা হয় গণিতের মোজার্ট! জীবন্ত কিংবদন্তি। অফিসিয়ালি এখন সে দ্যা স্মার্টেস্ট পারসন অব দ্য ওয়ার্ল্ড !
টেরান্স মাত্র দশ বছর বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলো। এখন পর্যন্ত এটা সবচেয়ে কম বয়সে অংশগ্রহণকারী রেকর্ড। এবং সবচেয়ে কম বয়সে (১৩) স্বর্ণপদক জয়ী সে।
২১ বছরে প্রিন্সটন থেকে পিএইচডি করেছেন।
২৪ বছরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লজ এঞ্জেলসের (UCLA) ফুল প্রফেসর হয়েছিলেন। ভাবা যায়? যেখানে বাংলাদেশের মেধাবীরা ৩২ বছর বয়সেও বেকার থেকে বিসিএসের পড়া মুখস্থ করে সেখানে ২৪ বছর বয়সে অধ্যাপক!
মাত্র একত্রিশ বছর বয়সে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল (Fields Medal) অর্জন করেছেন।
বাপরে বাপ! মাথা ঘুরে যায় এগুলো পড়লে!
দোয়া করি আরো স্মার্ট হোন স্যার আপনি!
- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...