Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পার্লামেন্টে মঙ্গলবারের অধিবেশনে তীব্র বাকযুদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ও ভারতীয় প্রতিরক্ষা নীতি নিয়ে বিতর্কের কেন্দ্রে ছিল এই আলোচনা।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়ে বলেন, “আমাদের এমন একজন প্রধানমন্ত্রী চলবে না, যার সাহস নেই ট্রাম্পকে মিথ্যাবাদী বলতে।” ট্রাম্পের দাবি অনুযায়ী, তিনিই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন—এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।
রাহুল আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শুরুতেই সেনাবাহিনীকে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করতে নিষেধ করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর ৩০ মিনিটের মধ্যেই যুদ্ধবিরতির অনুরোধ করতে বলা হয়েছিল।
মোদি অবশ্য পাল্টা জবাবে বলেন, ‘অপারেশন সিদুঁর’-এর মাধ্যমে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছে। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় অভিযানে নিহত হয়েছে লস্কর-ই-তৈয়বার সদস্যসহ তিন জঙ্গি। মোদি দাবি করেন, পাকিস্তান পরমাণু হুমকি দিয়েও ভারতকে দমাতে পারেনি।
তবে বিরোধীদের দাবি, মোদি ভারতীয় বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে গেছেন। বিশেষ করে রাফাল যুদ্ধবিমান হারানোর প্রসঙ্গ সংসদে তোলেন কংগ্রেস নেতারা।
রাহুল প্রশ্ন তোলেন—যদি ট্রাম্প মিথ্যা বলেন, তাহলে মোদি কেন প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করেন না?