26.1 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটকের বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় দেওয়া ৫ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

জবানবন্দিতে তিনি দাবি করেন, গুম-খুন বা কাউকে গোপনে তুলে আনার নির্দেশনা সরাসরি দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি। এমনকি আইজিপি হয়েও এসব কার্যক্রম সম্পর্কে অনেক সময় জানতেন না তিনি।

তিনি জানান, ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছেন—এ তথ্য তাকে অবহিত করেন তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। এরপর এডিশনাল ডিজি (অপারেশন) ও ডিরেক্টর (ইন্টেলিজেন্স) সরওয়ার বিন কাশেমও বিষয়টি নিশ্চিত করেন।

মামুন আরও বলেন, র‍্যাবের আভিযানিক কাজের অধিকাংশই গোয়েন্দা সংস্থার তথ্য ও নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হতো। এমনকি প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশেই কিছু কাজ হতো, যা পুলিশের চেইন অব কমান্ড অগ্রাহ্য করতো।

তিনি জানান, আলেপ উদ্দিন নামে এক র‍্যাব কর্মকর্তা গুমসহ অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাত ছিলেন এবং তাঁকে এ কারণেই ইন্টেলিজেন্স ইউনিটে দায়িত্ব দেওয়া হয়।

আইজিপি থাকা অবস্থায় অনেক গুম ও নির্যাতনের ঘটনা জানলেও তিনি কোনো তদন্ত করেননি। কারণ এসব সিদ্ধান্ত সরাসরি গোয়েন্দা সংস্থা ও সামরিক উপদেষ্টা থেকে আসতো এবং অনেক সময় তাঁর মতামতের গুরুত্ব দেওয়া হতো না।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...