26.1 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে প্রতিবারই তা উপেক্ষা করেছেন পুতিন। এবার ফের একটি কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে তিনি রাশিয়াকে ১০-১২ দিনের আলটিমেটাম দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি পুতিনের বিরুদ্ধে এই সময়সীমা বেঁধে দেন। নতুবা রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে ৫০ দিনের একটি আলটিমেটাম দিয়ে রেখেছিলেন ট্রাম্প। নতুন ঘোষণার মাধ্যমে সেই সময়সীমা কমে এলো।

ট্রাম্পের আলটিমেটামের পরই মঙ্গলবার রাতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ২৫ জন নিহত হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা ‘ইচ্ছাকৃত’ ছিল।

স্কটল্যান্ডের ওই বৈঠকে পুতিনকে নিয়ে নিজ হতাশার কথাও ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ‘রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে পুতিনকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। এখন আর অপেক্ষা করার সময় নেই।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের আলটিমেটামের প্রশংসা করেছেন। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন করা সম্ভব।’

ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পুতিনের ঘনিষ্ঠ ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আলটিমেটাম খেলা’ শুরু করেছেন। এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি ও যুদ্ধের পদক্ষেপ।

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তঃসত্ত্বাসহ ২৫ জন নিহত 

ইউক্রেনের কর্মকর্তাদের মতে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনে কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৬ জন বন্দি এবং একজন অন্তঃসত্ত্বাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। জাপোরিঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ মঙ্গলবার বলেন, রাশিয়া তার অঞ্চলে রাতভর বিমান হামলা চালিয়েছে। জাপোরিঝিয়া শহরের কাছে একটি কারাগারে বোমা আঘাত করেছে। এতে ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

দিনিপ্রোপেট্রোভস্কের মধ্যাঞ্চলের কামিয়ানস্কে শহরে একটি হাসপাতাল লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে ওডেসা অঞ্চলের ভেলিকা মাইখাইলিভকা গ্রামে পৃথক হামলায় নারী ও পুরুষ আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ রোস্তভ অঞ্চলে একাধিক ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যে ফের মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন 

নিউজউইক জানায়, যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৬ জুলাই নিউ মেক্সিকোর আলবুকারকিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির উদ্দেশে রওনা দেয়। জানা গেছে, বিমানটি ছিল ‘প্রধান পারমাণবিক পরিবহন ইউনিট’-এর অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনেই ব্যবহৃত হয়। এটি কোনো তৃতীয় দেশের আকাশসীমা অতিক্রম না করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রগুলো হতে পারে নতুন ধরনের বি৬১-১২ পারমাণবিক বোমা, যেগুলো তীব্রতা অনুযায়ী নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম ইউরোপে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হলো।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...