27.8 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

ঠাকুরগাঁও গড়েয়ায় সেনা অভিযানে ফার্মেসি সিলগালা।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মো:আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে ঔষধ প্রশাসন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি ফার্মেসিকে জরিমানা ও ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করা হয়। সেই সাথে ১টি ফার্মেসিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়েয়া বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ওষুধ, ওষুধের অতিরিক্ত মূল্য, ড্রাগ লাইসেন্স, সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে নজর দেওয়া হয়।

এ সময় অনিয়মের অভিযোগে ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা, ৫টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা ও মোস্তফা ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
অভিযানকালে অন্যান্য ফার্মেসিগুলো নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা ও সঠিক তাপমাত্রায় ওষুধের সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।

সেনাবাহিনীর এই যৌথ অভিযানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বলে জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান শেখ।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...