27.8 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

ভূমিকম্পের পর রাশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছাইয়ে ঢেকে গেছে আকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সক্রিয় হয়ে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে আকাশ ঢেকে গেছে ছাইয়ের কণায়, ছড়িয়ে পড়েছে প্রায় ৩ কিলোমিটার উচ্চতায়। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের তথ্য অনুযায়ী, এই ছাইয়ের স্তম্ভ আগ্নেয়গিরির ৫৮ কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর শুরু হয় অগ্ন্যুৎপাত। ভূকম্পনের প্রভাবে আগ্নেয়গিরির মুখ লাভায় প্রায় পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান। যে কোনো সময় সেখানে বড় ধরনের লাভা উদগিরণের শঙ্কা রয়েছে। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আকাশে ছাইয়ের ঘনত্ব বেড়ে যাওয়ায় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। কম উচ্চতায় চলাচলকারী বিমানগুলোর জন্য ‘কমলা রঙের’ সতর্কতা কোড ব্যবহার করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই অঞ্চল দিয়ে যায় না, তবে আঞ্চলিক ফ্লাইটগুলো ঝুঁকিতে রয়েছে।

এদিকে ভূমিকম্পের পর উপকূলে আঘাত হেনেছে ৪ মিটার উচ্চতার সুনামি। ক্ষয়ক্ষতির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রেও।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...