26.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

টাকা নেই তাই শুটিংয়ের ক্যাম্প বন্ধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

দেশের পরিবর্তিত পরিস্থিতির পর প্রায় সব ফেডারেশনের অ্যাডহক কমিটি দিলেও কোনো এক অজানা কারণে ১০ মাস ধরে কমিটি ছিল না বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের। ১৬ জুলাই নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নানা সমস্যার মুখোমুখি হয়। আর্থিক সংকট, অবকাঠামোগত সমস্যার কারণে ১ জুলাই শুরু হওয়া সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প ২১ জুলাই বন্ধ করে দিয়েছে শুটিংয়ের নতুন কমিটি।

ক্যাম্প বন্ধ করার বিষয়টি স্বীকার করেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দার, ‘আমরা নতুন কমিটি ঠিক করে কিছুই বুঝে পাইনি। টাকার সমস্যা। এতদিন ধরে নিজের পকেট থেকে খরচ করেছি। এভাবে কতদিন করব। আমরা ব্যাংকেও লেনদেন করতে পারছি না। সাময়িকভাবে ক্যাম্প বন্ধ রেখেছি, শিগগিরই চালু করব।’

সাময়িকভাবে ক্যাম্প বন্ধ করলেও তাতে খুব একটা হতাশ নন শুটাররা। কারণ শুটিং ফেডারেশনের ডরমেটরির অবস্থা ভালো নয়। মেয়েদের জন্য আবাসিক ক্যাম্পটি নিরাপদ নয়। রুমগুলোর অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে পানি পড়ে, শোয়ার বালিশ নেই। ওয়াশরুমের অবস্থা যাচ্ছেতাই।

এসব মেরামত করেই তারপর ক্যাম্প চালু করতে চান জি এম হায়দার, ‘ডরমেটরিগুলোর যে অবস্থা, সেগুলো আমাদের ঠিক করতে হবে। পরিবেশ ভালো না হলে শুটাররা কীভাবে ভালো পারফরম্যান্স করবে। আবাসন সমস্যা রেখে ক্যাম্প চালু রাখলাম, তা তো হতে পারে না। আগে আমরা আবাসিক সমস্যার সমাধান করব, তারপর ক্যাম্প শুরু করব।’

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...