27.8 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

আগামী ৫ দিন চলবে বৃষ্টি, কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিনই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে ২ আগস্ট সামান্য কমতে পারে বলে জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামগ্রিকভাবে আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...