Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট উদযাপনে কোনো ধরনের নাশকতা ঘটার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে এবং সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিজস্ব উদ্যোগে নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে যে বিশেষ অভিযান পরিচালনা করবে, সেটি তাদের দায়িত্ব। যে কোনো সময় দেশের নিরাপত্তার জন্য ডিএমপি অভিযান চালাতে পারে বলে তিনি জানান।
একই সময়ে রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেন, এই ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।