Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে—এবার তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফেরানো। রাজধানীর একটি কনভেনশন হলে গোপনে ‘প্রশিক্ষণ কর্মসূচি’র মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল সংগঠনটি।
গোয়েন্দা সূত্র জানায়, ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৪০০ নেতাকর্মী। ভুয়া পরিচয়ে রেজিস্ট্রেশন করে কর্মসূচিতে যোগ দেন অনেকে। মূল পরিকল্পনায় ছিলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। তারা বাহাউদ্দিন নাছিম ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করেন বলে অভিযোগ উঠেছে।
কর্মসূচির আড়ালে প্রশিক্ষণ দেওয়া হয়—কোথায় বসবে, কিভাবে হামলা করবে, কীভাবে আত্মগোপনে থাকবে, কীভাবে জনসমাগম ঘটাবে এবং শেখ হাসিনাকে ফেরানোর ছক কী হবে।
প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। শম্পা ও সোহেল রানাসহ অন্তত ১৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, “পরাজিত শক্তির ষড়যন্ত্র আমরা জেনেছি। ইতোমধ্যে মূল হোতাদের গ্রেফতার করেছি। কেউ সফল হতে পারবে না।”
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।”