Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই সমাবেশে’ অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। ক্লাস বন্ধ করে, শিক্ষকদের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে প্রবেশ করে নেতারা শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২০ জুলাই) দুপুরে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে পৌঁছে। এতে অংশ নেয় বর্তমান ও সাবেক ছাত্ররা, যারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বর্তমানে ১০ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী বলেন, “এনসিপি নেতারা সকালে ক্লাসরুমে প্রবেশ করে আমাদের সমাবেশে নিয়ে যেতে বাধ্য করে। তিনি আরও জানান, “আমাদের ভোটাধিকার নেই, তবুও কেন আমাদের রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো — তার প্রতিবাদ জানাই।”
প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ বলেন, “নিত্যদিন ক্লাস থেকে বের করে রাজনৈতিক অনুষ্ঠানে নেওয়া ন্যাক্কারজনক। দায়িত্বে থাকা সবাইকে শাস্তির দাবি করি। না হলে কঠোর আন্দোলন করা হবে।”
অভিযোগের বিষয়ে জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল জানান, “এ ধরনের কোনো নির্দেশনা তাদের পক্ষ থেকে ছিল না। আমরা শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে তাদের কোনো রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে না।” তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষক ও অধিদপ্তর থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। সূত্রঃ ইত্তেফাক