Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাঁদের বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম ও স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’—এর অভিযোগে রুজু করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সই আদেশের মাধ্যমে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মনিরুজ্জামান মনি কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল প্রোগ্রামে অংশ নিয়ে ১-৯-২০১৭ থেকে ৩১-৮-২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ১-৯-২০২৩ থেকে অনুমতিবিহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪-এর উপবিধি ৩-এর (ঘ) অনুযায়ী তাকে ২১ এপ্রিল চাকরি থেকে বরখাস্ত করা হয়।
আবদুল্লা আল মামুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি কোর্সে অধ্যয়নের নিমিত্তে ১-১-২০২১ থেকে ৩১-১২-২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ১-১-২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ১৫ মে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
রাহানুমা তাজনীন ইউনিভার্সিটি অব ওয়োমিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্তে ১-৮-২০২১ থেকে ৩১-৭-২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ২ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ফারহানা আহমেদ রিয়ারসন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫-৯-২০২০ থেকে ২৪-৯-২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ৮ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
মফিজুল ইসলাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস কোর্সে অধ্যয়নের নিমিত্তে ২০-১২-২০২৩ থেকে ১৮-১২-২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ২৭ জুলাই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
শিরাজী তারিকুল ইসলাম ১২-৫-২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে ২১ মে চাকরি থেকে বরখাস্ত করা হয়।