26.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

ম্যানহোলে যোতির মৃত্যু, ৮ বছর বয়সী জমজ দুই সন্তানের বুক ফাটা কান্না ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
তাসনিম যোতির ৮ বছর বয়সী জমজ দুই সন্তান মায়ের কফি.”ন জড়িয়ে কাঁদছিলো আর বলছিল, ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’।তবে আদরের দুই সন্তানের ডাকে শেষ বারের মতোও সাড়া দেননি জ্যোতি।চুয়াডাঙ্গায় তাসনিমের বাড়িতে এই দৃশ্য দেখা গেছে।
মায়ের লা.”শ দা”.ফন হয়ে গেছে – কিন্তু যমজ ২ বাচ্চার কান্না কেউ থামাতে পারেনিতাদের মাকে চাই। আম্মুকে এনে দাও। অন্য দিকে তাসনিম জ্যোতির ব্যবহারিত স্বর্ন গহনা ভাগাভাগি নিয়ে ব্যস্ত স্বজনরা । আহারে দুনিয়া এক কোণে কাঁদছে ২ এতিম শি.” শু অন্য কোণে লোভ স্বার্থ
শেষ বিদায়েও মা-সন্তানের দেখা হয়নি।সন্তানরা শুধু একটানা কাঁদছিল, “আম্মু কই? আম্মুকে দেখতে চাই!” সারারাত ‘মা মা’ করে কাঁদছে তাসনিম জ্যোতির যমজ ২ শি.”.শু- কিন্তু মা তো তখন চেনার অবস্থায় নেই, দেখার নয়—মায়ের লা.” শ এতটা বি.” কৃ”.ত ছিল বা.”চ্চা”.দেরকে মাকে শেষবারের মতো দেখানো যায়নিমায়ের সাথে ২ সন্তানের শেষ দেখাটাই আর হলোনা ।
বাড়ি ফিরে ২ যমজ সন্তানকে আদর করা হলোনা তাসনিম জ্যোতি ভ/“য়/“ঙ্কর ম্যানহোলে হারিয়ে গেলেন জ্যোতি- কাঁদছে সন্তানরা, মায়ের লা.”শ পেতে হাহাকার । গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ বৃষ্টিতে ভেসে থাকা রাস্তায় হাঁটছিলেন তাসনিম, প্রতিদিনকার মত অফিস শেষে বাসায় ফিরছিলেন। হাঁটুজল ঢেকে রেখেছিল রাস্তাকে। বোঝার উপায় ছিল না—পায়ের নিচেই ছিল একটা মৃ.”ত্যু ফাঁদ। হঠাৎ করেই তলিয়ে যান তিনি ম্যানহোলে।স্থানীয় একজন দৌড়ে এসে তাঁকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...