- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
১২০ বছর বয়সেও আমাকে জে’লের ঘা’নি টানতে হবে…” — লাঠি হাতে আদালতে শতবর্ষী ইদ্রিস শেখ!
বয়স ১২০ বছর। শরীরে শক্তি নেই, মুখে বল নেই, হাতে কাঁপা লাঠি। কিন্তু তবু থেমে নেই বিচারপ্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষা।
২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনায় জড়িয়ে পড়েন ইদ্রিস শেখ। সেই থেকে কেটেছে প্রায় দুই দশক। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটিকে আজও জেলের ঘানি টানতে হচ্ছে।
আদালতের সিঁড়ি বেয়ে নামতে পারছেন না তিনি। দু’পাশে দুজন পুলিশ কনস্টেবল ধরে রেখেছেন তার বাহু।
বাবাকে এই দুরবস্থায় দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না ছেলে। ছুটে এসে কান্নাভেজা কণ্ঠে চিৎকার করে ওঠেন—
“১২০ বছর বয়সেও আমার বাবাকে জে’লের ঘানি টানতে হবে? আমার বাবা কখনো ন্যায়বিচারই পাননি!”