খবরের দেশ ডেস্ক :
কারিশমা কাপুর-সোনালী বেন্দ্রে,
বলিউডের নব্বই দশকের দুই সুন্দরী কে একসাথে দেখা গিয়েছিল একটা নাচের রিয়েলিটি শো তে।
দুই যুগ আগে “হাম সাথ সাথ হ্যায়” মুভিতে পর্দা ভাগাভাগি করেছিলেন তারা।
রিয়েলিটি শো তে অতিথি হয়ে আসা কারিশমা স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেন,
“হাম সাথ সাথ হ্যায়” মুভির সময় সোনালী শুধু বইয়ে মুখ গুঁজে থাকতো। শট ছাড়া কথাই বলত না। আমি আর টাবু সারাদিন বলতাম, সোনালী বইয়ের মাঝে এমন কি পেল।
লাঞ্চের টাইমে সোনালীকে ডাকলে সে বলত, আমি তো সালাদ ছাড়া কিছু খাই না।
আমি বলতাম, তুমি তাহলে সালাদ খেয়ে লাঞ্চে এসো।”
অন্যদিকে সোনালী বলেন,
এই মুভির সব গানে আমরা একসাথে থাকলেও A B C D গানে কারিশমা সাথে ছিল না। তাই ওকে ভীষন মিস করছিলাম আমরা।