Your Ads Here 100x100 |
---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গতকাল ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাত সোয়া ৯টায়। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে অবস্থানকালে ছিনতাইকারী মো. জুম্মন ইসলাম শান্ত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে চন্দ্রিমা থানার একটি টিম ডিউটিতে ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ছোটবনগ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে একজন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
এসআই মো. আব্দুল হাকিম সরকার ও তাঁর নেতৃত্বে একটি টিম দ্রুত অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, একটি লোহার হাসুয়া, দুটি লোহার হাতুড়ি, একটি জিআই পাইপ, একটি প্লাস ও কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছে, সে মাঝেমধ্যে ওই এলাকায় অস্ত্রসহ অবস্থান করত এবং ছিনতাই ছিল তার মূল উদ্দেশ্য।
তাছাড়া, আরএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।