27.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা, আদমদীঘিতে তিন নারী মাদককারবারী আটক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে ট্রেনের একটি বগি থেকে দুইটি স্কুলব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় তিন নারী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সান্তাহার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রাম সদরের নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭), শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১) এবং কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেসে করে ওই তিন নারী ঢাকা যাচ্ছিলেন। তারা ট্রেনের ‘ছ’ বগির ৫৭, ৫৮ ও ৫৯ নম্বর সিটে অবস্থান করলেও তাদের টিকিট ছিল রংপুর থেকে নাটোর পর্যন্ত। বৈধ যাত্রী সেজে আসন দখলে নিয়ে দুটি স্কুলব্যাগে করে মাদক পাচার করছিলেন তারা।

গোপন তথ্যের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে পুলিশ তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “তারা ছদ্মবেশী মাদককারবারী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...