Your Ads Here 100x100 |
---|
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’-এর শহিদদের স্মরণে ও আহত যোদ্ধাদের সম্মানে ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকেলে হলের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা এবং ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
এছাড়া উপস্থিত ছিলেন হাউস টিউটর মো. হাসান শাহরিয়ার ও মো. গোলাম মাহমুদ পাবেল এবং জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিন খান।
চৌধুরী মাছাবিহ্, প্রতিনিধি (দৈনিক সংবাদ, কুবি), বলেন, “জুলাই আমাদের জন্য একটি ট্র্যাজেডির মাস। শাহবাগে কুবি আন্দোলনের পক্ষে ওঠা স্লোগান আজও কানে বাজে।”
প্রভোস্ট বলেন, “শহিদ ও নারী যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। আমরা সম্মান জানাতে চেয়েছি সম্মুখসারির যোদ্ধাদের।”
প্রক্টর ড. হাকিম প্রশ্ন তোলেন, “আমরা কি এখন র্যাগিং ও মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় পেয়েছি?”
কোষাধ্যক্ষ বলেন, “এই আন্দোলনে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, এটি ছিল সাধারণের দাবি—অরাজনৈতিক এবং ন্যায়ের পক্ষে।”