28 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

হোসেনপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণে চরম অনিয়ম, ছোঁয়াতেই উঠে যাচ্ছে প্লাস্টার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনের নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ভবনটি হাতে ধরলেই প্লাস্টার উঠে যাচ্ছে, দেয়ালে দেখা দিয়েছে ফাটল—যা নির্মাণে দুর্নীতির নগ্ন প্রমাণ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু করে ‘এস এন এন্টারপ্রাইজ’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক এমপি জাকিয়া নূর লিপি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির বিভিন্ন স্থানে প্লাস্টার আলগা হয়ে আছে, দেয়ালে ফাটল। শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল উদ্দিন মণ্ডল বলেন, “আমার ছেলেরা স্কুলে গিয়ে বলে দেয়ালে হাত দিলেই প্লাস্টার খুলে পড়ে। আমি নিজে গিয়ে সেটা দেখেছি।”

নবম শ্রেণির ছাত্রী সাথী আক্তার বলেন, “আমরা জীবন নিয়ে আতঙ্কে আছি। ভবন ভেঙে পড়লে কী হবে?”

সাইট ম্যানেজার ইমন দাবি করেন, “আমি শুধু তদারকি করেছি, পিআইও ও ঠিকাদার যা বলেছে, তাই করেছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার জানান, বিষয়টি জানার পর ইউএনও-কে অবহিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...