27.1 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচার ও ত্রাণ বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সচেতনতামূলক প্রচার এবং নদীভাঙন দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিশিষ্ট কলামিস্ট মোহাম্মদ নূরুল আফসার বাহাদুর। তিন দিনের সফরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ও মুছাপুর ইউনিয়নসহ কবিরহাট উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি ৩১ দফার বার্তা প্রচারে লিফলেট ও সচেতনতামূলক বই বিতরণ করেন।

বুধবার বিকেলে মুছাপুর ক্লোজার এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

নূরুল আফসার বলেন, “৩১ দফা কোনো স্লোগান নয়, এটি একটি জাতীয় কর্মপরিকল্পনা—গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচারের অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, মনসুরুল হক বাবর, ছাত্রদল-যুবদল-জাসাসের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা।

তিনি আরও বলেন, “আমার কাজ কোনো পদ-পদবির জন্য নয়—আমি দলের আদর্শে বিশ্বাসী। জিয়া পরিবারের প্রতি আনুগত্যের কারণেই আমাকে নানা নিপীড়নের শিকার হতে হয়েছে।”

স্থানীয়রা এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ রাজনৈতিক নেতাদের প্রতি জনআস্থা বাড়ায়।”

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...