Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতা ২০১২-তে দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও পরবর্তীতে থিতু হন ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে। বর্তমানে তিনি নাটকের নিয়মিত মুখ।
সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এ অভিনেত্রী। তানিয়া বলেন, “বিয়ের পর অভিনয় ছাড়ার ইচ্ছা আছে। মনে করি, সংসার আর ক্যারিয়ার একসঙ্গে সামলানো কঠিন।” তিনি আরও জানান, আগামী পাঁচ বছর যতটা সম্ভব কাজ করে তারপর পরিবারকেই প্রাধান্য দিতে চান। তার লক্ষ্য, বিয়ের পর দেশের বাইরেও স্থায়ী হওয়া।
এদিকে, অভিনেতা আরশ খানের সঙ্গে তার প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। শুটিংয়ের বাইরে একসঙ্গে সময় কাটানোর কারণেই এই জল্পনা। তবে তানিয়া এ গুঞ্জন নাকচ করে বলেন, “এসব ভিত্তিহীন। আমরা একসঙ্গে কাজও বন্ধ করে দিয়েছি।”
পরে অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গেও সম্পর্কের গুজব ছড়ায়। তবে শামিমের বিয়ের পর সেই গুজনও থেমে যায়।
তানিয়া বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করি, তারা আমার কাছের মানুষ। হয়তো এ কারণেই ভুল বোঝাবুঝি হয়।”
উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া। এক বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়।