Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধু সিফাতুর রহমান সৌরভের করা মারধরের অভিযোগের অবসান ঘটেছে পারিবারিক সমঝোতায়। অভিযোগকারী সৌরভ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩১ জুলাই) দুই পরিবারের আলোচনায় বিষয়টির মীমাংসা হয় এবং সৌরভ থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করেন। গণমাধ্যমকে তিনি জানান, “তাসকিন ভাই আমার আত্মীয়ের আত্মীয়। দুই পরিবারের আলোচনা ও বোঝাপড়ায় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। শুরুতে পরিস্থিতি অনুকূলে ছিল না, এখন পারিবারিকভাবে সমাধান হয়েছে।”
সৌরভ আরও বলেন, “সে আমার ছোটবেলার বন্ধু। আমি এখন তাকে একজন খেলোয়াড় হিসেবেই দেখি। কিছুটা মানসিক আঘাত পেয়েছি, তাকে সময় দিতে হবে।”
এদিকে সৌরভের খালা ঝুমা খান বলেন, “তারা ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। পরিবার বসে সমাধান করেছে। নিরাপত্তার কারণে জিডি করা হয়েছিল। এখন একটি অঙ্গীকারের মাধ্যমে বিষয়টি শেষ হয়েছে।”
প্রসঙ্গত, এর আগে তাসকিন একটি ফেসবুক পোস্টে অভিযোগ অস্বীকার করে লেখেন, “এটি ভিত্তিহীন। দুই বন্ধুর ঝগড়ায় আমার নাম জড়ানো হয়েছে। এতে আমি ও আমার পরিবার বিব্রত।”
অবশেষে তাসকিন ও সৌরভের মধ্যে মীমাংসা হওয়ায় সামাজিক মাধ্যমে আলোচিত ঘটনাটির ইতি টানল। সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাসকিনের ভক্তরা।