Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার একদিন পর বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, নয়াদিল্লি-মস্কোর সম্পর্ক নিয়ে তিনি মোটেও চিন্তিত না। এ দুই দেশ চাইলে তাদের মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ডোবাতে পারে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করে, আমি তা নিয়ে মাথা ঘামাই না। তারা চাইলে তাদের মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ডোবাতে পারে- তাতে আমার কিছু যায় আসে না।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। তাদের শুল্ক হার অনেক বেশি। একইভাবে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রায় কোনো ব্যবসাই করে না। আসুন, এই অবস্থাটাই বজায় রাখি।’
এনডিটিভি বলছে, নয়াদিল্লির সঙ্গে মস্কোর প্রতিরক্ষা চুক্তি নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট। সবাই যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের কথা বলছে, তখন ভারত রাশিয়ার সামরিক সরঞ্জাম কেনায় ট্রাম্প ক্ষুব্ধ।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ১ আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে।