Your Ads Here 100x100 |
---|
চট্টগ্রামে কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ইউসিবি ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. সুবেল আহমেদ বলেন, সাইফুজ্জামান চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১৪ জানুয়ারি থেকে ২০২০ সালের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশ করে ইউসিবি ব্যাংকের ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার আরামিট ব্যবসা প্রতিষ্ঠানের জিএম ক্যাশ জসিম উদ্দিন কে ব্যবসায়ী সাজিয়ে ইউসিবি নগরের পোর্ট শাখা থেকে লোন নিয়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেন আসামিরা।