33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ভোলায় দারিদ্র্য বিমোচন ও বৈষম্য লাঘব প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ভোলা প্রতিনিধিঃ

ভোলায় অনুষ্ঠিত হয়েছে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য লাঘব বিষয়ক প্রকল্পের পরিচিতি সভা। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বাস্তবায়িত এ প্রকল্পের লক্ষ্য—দারিদ্র্য হ্রাস ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তনয় কর্মকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের এফএস আতিকুর রহমান রনি, ভোলা নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে, বিডিইআরএম-এর জেলা সহ-সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এমন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয় করে দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি

খবরের দেশ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল...